৭ দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও রয়েছেন।

সড়ক পরিবহন উপদেষ্টা, ৭ দিনের মধ্যেই মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে

উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।

গত ১৭ জুলাই শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে আগুন দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল।

পূর্ববর্তী নিবন্ধহেফাজত সমাবেশে গুলি : শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা খারিজ