বাংলাদেশের নির্যাতিতদের জন্য প্রার্থনা করছি : প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পদত্যাগে একদিকে যেমন দেশজুড়ে হয়েছে আনন্দ উল্লাস, তেমনি বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশে। দেশের সংখ্যালঘু জনপদের ওপরেও শুরু হয় হামলা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। যার নিন্দা জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

শুধু দেশের তারকারাই নয়, প্রতিবেশী দেশ ভারতের একাধিক তারকাও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডলে (টুইটার) প্রীতি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে।

মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।


প্রীতির আগে সোনু সুদ, রাভিনা ট্যান্ডন ও আদিল হুসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু নারীরা তাদের পরিস্থিতির কথা বলছেন, এমন একটি ভিডিও শেয়ার করেছিলেন সোনু সুদ। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের যাতে শীগগিরই যেন দেশে ফিরিয়ে আনা হয়, সরকারের কাছে সেই আর্জিও রেখেছিলেন তিনি।

এদিকে, দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শাহবাগসহ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের দাবি আদায়ে জড়ো হচ্ছেন অনেকে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিতে বঙ্গভবনে ২ উপদেষ্টাসহ প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধদ্রুত গভর্নর-বিএসইসি চেয়ারম্যান নিয়োগ: অর্থ উপদেষ্টা