বোধহীন আমি হতাশায় নিমজ্জিত: জয়া

বিনোদন ডেস্ক ধ অবশেষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে মুখ খুললেন জয়া আহসান। যদিও তার অনুভূতিগুলো ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করেছেন, পাবলিক পেজে নয়। তারপরও সেই স্ট্যাটাসের স্ক্রিনশট অনেকে শেয়ার দিয়ে লিখেছেন নানা কথা। তারা দুই বাংলার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর এতো পরে মুখ খোলার সমালোচনা করেছেন। কিন্তু কেন তিনি এতোদিন চুপ ছিলেন সে কথাও লিখতে ভোলেননি নিজের স্ট্যাটাসে।

জয়া আহসান বেশ কাব্যিক ভঙ্গিতে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। তাতে মিশে আছে প্রিয় মাতৃভূমির এই চলমান চিত্র, মন বেদনা আর মুক্তিযোদ্ধা বাবার কথা।

জয়া লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা!’

তিনি আরও লিখেছেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত, আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখবো ? কি বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’

সবশেষে পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী লিখেছেন, ‘হে ইশ্বর আলো দাও সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমারা আমাদের মত করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

পূর্ববর্তী নিবন্ধভারী বৃষ্টিতে মোংলা বন্দরে গম ও সার খালাস বন্ধ
পরবর্তী নিবন্ধসায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল শুরু