স্পোর্টস ডেস্ক :
গ্রুপ রানার্সআপ হয়ে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। ১-০ গোলে হেরে বাদ পড়লো ইউক্রেন।
আর্জেন্টিনা ও ইউক্রেন দুই দলেরই পয়েন্ট ছিলো ৩। পরবর্তি রাউন্ডে যেতে তাই পূর্ণ পয়েন্টের প্রয়োজন ছিলো দু’দলেরই।
মুখোমুখি লড়াইয়ে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলে আলবিসেলেস্তেরা। সুযোগও পায় দলটি। তবে প্রথমার্ধে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
বিরতির পর ভুল করেনি আর্জেন্টিনা। শুরুর দিকেই দলকে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। যোগকরা সময়ে দলকে ২-০ গোলের জয় এনে দেন ক্লাদিও এচেভেরি।
এই জয়ে স্বর্ণ জয়ের পথে একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা, পা রাখলো কোয়ার্টারে।
অন্যদিকে, ইরাককে ৩-০ গোলে উড়িয়ে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে ফাইনালে শেষ আটের টিকেট পেয়েছে মরক্কো।