প্রায় এক মাস পর মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই ২৮ দিন পর অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক।

সোমবার (২৯ জুলাই) সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পাশাপাশি কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সভার বিষয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক ১ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত