বছরে ১০০ কোটি ছাড়ানো আয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে বাজিমাত করে রিয়াল মাদ্রিদ। লা লিগা, স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি তারা জেতে চ্যাম্পিয়ন্স লিগও।

দলীয় এই দারুণ পারফরম্যান্সের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সফল ক্লাবটি। এক বছরে তারা ১০০কোটি ইউরোর বেশি আয়ের রেকর্ড গড়েছে তারা।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গতকাল রিয়াল মাদ্রিদ জানায়, তারা ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয় করেছে। যা গত বছরের চেয়ে ২৩ কোটি ইউরো বেশি। শতাংশের হিসেবে প্রায় ২৭ শতাংশ উন্নতি হয়েছে ক্লাবটির।

এদিকে গত মাসে প্রকাশ করা প্রতিবেদনে ফরাসি ম্যাগাজিত ফোবর্স রিয়াল মাদ্রিদের বর্তমান মূল্য প্রকাশ করে। তারা জানায় ক্লাবটির বর্তমান মূল্য প্রায় ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে দামি ক্লাব হিসেবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে লস ব্লাঙ্কোসরা।

পূর্ববর্তী নিবন্ধআপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করছেন ইমরান খান