তিস্তা নিয়ে জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিল্লিতে এক বৈঠকে এ বিষয়ে তারা আলোচনা করেছেন।

দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময়ে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং
পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশে নিত্যপণ্য আমদানিতে অব্যাহত সুবিধা বজায় রাখা ও তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় ভালো লেগেছে। ঘন ঘন উচ্চ স্তরের বিনিময় ভারত ও বাংলাদেশের মৈত্রীর শক্তিকে প্রতিফলিত করে। এটিকে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংসদে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন, শুক্রবার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত :  জনপ্রশাসনমন্ত্রী