জনতা ব্যাংকে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গঠিত জনতা ব্যাংক পিএলসি-এর নৈতিকতা কমিটির এক সভা বুধবার (১০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক সভার সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার ও মোঃ নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও), মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রতিষ্ঠানে নিয়োজিত সকলকে আত্মশুদ্ধ হয়ে সততা, নৈতিকতা ও দক্ষতার সঙ্গে যথাসময়ে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করার আহ্বান জানান। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিদ্যমান নিয়মাচার ও বিধি-বিধান পরিপালনের মাধ্যমে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা তথা সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে এ ব্যাংকের অংশীদারিত্ব বজায় রাখার জন্য তিনি ব্যাংকে কর্মরত সকলকে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা