আইসিসির জুন মাস সেরা হলেন জসপ্রিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত আইসিসি প্রকাশ করেছিল জুন মাসের সেরা তিনজন ক্রিকেটারের নাম। যাদের মধ্যে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ ছিলেন। এছাড়াও ছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আজ বাকি দুইজনকে টপকে জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বুমরাহ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমত একচেটিয়া দাপট দেখিয়েছেন বুমরাহ। পাওয়ার-প্লেতে হোক কিংবা ডেথ ওভারে, বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মাসসেরা খেলোয়াড় হিসেবে তাকেই বেশিরভাগ সমর্থকরা ধরে নিয়েছিলেন।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি উইকেট শিকার করেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। ম্যাচপ্রতি মাত্র ৮.২৬ করে রান খরচ করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই সেরা বলা চলে। ওভারপ্রতি মাত্র ৪.১৭ রান করে হজম করেছেন তিনি। মাসসেরা হওয়ার দৌড়ে তাই এগিয়েই ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায়বিচার করবেন আদালত : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধজন্মদিনে চমককে চমকে দিলেন স্বামী নাসির