মেঘনা নদীতে ড্রেজারডুবি, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে বালি কাটার ড্রেজারডুবির ঘটনার তিনদিন পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মো. নুরে আলম ও সিয়াম। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরগাজী এলাকার মেঘনা নদীতে ডুবন্ত ড্রেজারের ভেতর থেকে বিআইডব্লিউটিএর ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এখনো ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালু মহাল এলাকায় ৫ শ্রমিকসহ একটি ড্রেজার ডুবে যায়। সোমবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকোটার বিষয়টি কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হবে : ফারুক খান