স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের চার ক্রিকেটার গিয়েছেন লঙ্কান লিগ খেলতে। আর সেখানে আজ শনিবার মুখোমুখি হয়েছিলেন টাইগার দুই পেসার। শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে এদিন দুই রানের জয় পেয়েছে তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। এদিন দুই উইকেট শিকার করেন শরিফুল ৪৩ রান খরচায়, এছাড়া একটি উইকেট তুলে নেন তাসকিন ৩০ রানের বিনিময়ে।
ডাম্বুলার ব্যাটিং স্বর্গে রানের বন্যাই হয়েছে। দুই দল মিলিয়ে রান তুলেছে ৩৯৬। এমন বিধ্বংসী দিনে বল হাতে সফল ছিলেন কেবল মাথিশা পাথিরানা। তার ২৬ রানে ৪ উইকেট শিকারেই মূলত ম্যাচে জয় নিয়ে কলম্বো স্ট্রাইকার্স।
দিনের শুরুতে ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান তোলে কলম্বো। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৭০ রানের ইনিংসটি খেলেন গ্লেন ফিলিপস। বোলিংয়ে ক্যান্ডির হয়ে এদিন ছন্দহীন ছিলেন সব বোলাররাই। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান শরিফুল। পরে ফেরান চামিকা করুনারত্নেকে।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা কলোম্বকে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে ৯ বলে ১২ রান করা দিনেশ চান্দিমালকে বোল্ড করে ফিরিয়েছেন এই পেসার। এরপর ফ্লেচার ৩৬ বলে ৪৭ এবং হারিস করেন ৩২ বলে ৫৬ রান। তারপর কামিন্দু মেন্ডিস খেলেন ১৬ বলে ৩৬ রানের ইনিংস।
২৬ রান খরচায় চার উইকেট নেন পাথিরানা। শেষদিকে কিপটে বোলিং করেন তাসকিনও। প্রথম দুই ওভারে ১৩ রান দেয়া এই পেসার পরের দুই ওভারে দেন ১৭ রান। মোট চার ওভারের স্পেলে ৩০ রান খরচায় এক উইকেট নেন তাসকিন। জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার ছিল ক্যান্ডির। সেই ওভারে ১৭ রান তুলে ফেলে দলটি। ক্যান্ডির ইনিংস থামে ১৯৭ রানে।