স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বেও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কানাডার। কোপা আমেরিকার প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা জিতেছিল ২-০ গোলের ব্যবধানে৷ সেমি-ফাইনালেও তেমন কিছুরই পুনরাবৃত্তি দেখতে চাইবেন আর্জেন্টিনা ভক্তরা৷
ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কানাডা৷ ম্যাচ তাদেরকেও শরণাপন্ন হতে হয়েছে টাইব্রেকারের। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে কানাডা জেতে ৪-৩ গোলের ব্যবধানে।
গ্রুপ পর্বেও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কানাডার। কোপা আমেরিকার প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা জিতেছিল ২-০ গোলের ব্যবধানে৷ সেমি-ফাইনালেও তেমন কিছুরই পুনরাবৃত্তি দেখতে চাইবেন আর্জেন্টিনা ভক্তরা৷
আজ কোয়ার্টার ফাইনালে ১৪ মিনিটে এগিয়ে যায় কানাডা। গোল করেন শাফেলবার্গ৷ সেই গোল শোধ করতে ভেনেজুয়েলাকে অপেক্ষা করতে হয় ৬৫ মিনিট পর্যন্ত৷ সলোমন রনডনের গোলে ম্যাচে ফেরে সমতা৷
এরপর জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ সেখানে হয়েছে নাটকীয়তা। দুই দলই নিজেদের দ্বিতীয় ও চতুর্থ পেনাল্টি মিস করে৷ এরপর সাডেন ডেথে ভেনেজুয়েলার উইলকার এঞ্জেল মিস করলেও কানাডার ইসমায়েল কোনে কোনো ভুল করেননি৷
টাইব্রেকার ৪-৩ গোলে জেতা কানাডার এটিই প্রথমবার কোপা আমেরিকায় অংশ নেওয়া৷ প্রথমবারেই সেমি-ফাইনালে উঠে গেছে দলটি। তাদের ফাইনালে ওঠার স্বপ্নের সামনে এখন বাধা হয়ে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা।