স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে চেয়েছিলেন কোচ হাভিয়ের মাসচেরানো। তবে মেসি ও ডি মারিয়াকে না পেলেও বিশ্বকাপ জয়ী দলের দুই খেলোয়াড়কে নিয়েই প্যারিসে স্বর্ণ জয়ের মিশনে যাচ্ছেন মাসচেরানো।
Google news
বর্তমানে কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। এই দলে আছেন কাতারের বিশ্বকাপ জয়ী সব খেলোয়াড়। এখান থেকে তিনজনকে অলিম্পিকের জন্য বাছাই করেছেন মাসচেরানো। আক্রমণভাগের জুলিয়ান আলভারেজ, রক্ষণের নিকোলাস ওতামেন্ডি ও গোলরক্ষক জেরেনিমো রুলি যাচ্ছেন স্বর্ণ জয়ের মিশনে।
অলিম্পিক মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলা হলেও জাতীয় থেকে সর্বোচ্চ তিনজন খেলনোর অনুমতি রয়েছে। এই সুবিধা কাজে লাগিয়েই আলভারেজ, ওতামেন্ডি ও রুলিকে নিয়ে ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন মাসচেরানো। কোপা আমেরিকা শেষ হতেই এই তিনজন অলিম্পিক দলে যোগ দিবেন।
আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপের অন্য তিন দল মরক্কো, ইরান ও ইউক্রেন।
আর্জেন্টিনার অলিম্পিক দল
গোলরক্ষক: লিয়ান্দ্রো ব্রে, জেরেনিমো রুলি
ডিফেন্ডার: মার্কো ডি সিজার, জুলিও সোলের, জোয়াকিন গার্সিয়া, গনজালো লুহান, নিকোলাস ওতামেন্ডি, ব্রুনো আমিওন
মিডফিল্ডার: এসেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেসে, ক্রিস্টিয়ান মেদিনা, কেভিন সেনন
ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।