বিল না দেওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি

বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক আছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানিয়েছেন পিডিবির চট্টগ্রামের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন।

চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছয় মাসের বিল বাবদ প্রায় এক কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কেননা এখানে অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এসব রোগীর কথা চিন্তা করে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মেডিক্যাল কলেজের ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি।

পূর্ববর্তী নিবন্ধএমপি আনার হত্যা: আরেক তদন্ত কর্মকর্তাকে বদলি
পরবর্তী নিবন্ধউৎপাদন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে আরও সহায়তা দিতে চায় চীন