সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে ঢাকা-নয়াদিল্লির আলোচনা হয়েছে

নিউজ ডেস্ক : সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতেও ঢাকা-নয়াদিল্লির মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২২ জুন) ভারতের হায়দরাবাদ হাউসের দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে ভারত। আর সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতেও আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, দুদেশের মধ্যকার বাণিজ্য ও যোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টনসহ সংশ্লিষ্ট ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

একই দিন প্রেস ব্রিফিংয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্য ও যোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টনসহ সংশ্লিষ্ট ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন
পরবর্তী নিবন্ধবরগুনায় নিহতদের ৭ জন একই পরিবারের