উদ্যোক্তাদের ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় সরকার প্রদত্ত রিভলভিং ফান্ড হতে দেশব্যাপী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা
পরবর্তী নিবন্ধপুলে নেমে রোম্যান্সে কাঞ্চন-শ্রীময়ী