এক্সিম ব্যাংকের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম) পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

Google news
মঙ্গলবার (১১ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নাম ‘এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’ এর পরিবর্তে ‘এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার (১১ জুন) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস
পরবর্তী নিবন্ধনতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান