নিউজ ডেস্ক
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শপথ অনুষ্ঠানস্থলে পৌঁছান মোদি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর তিনি একমাত্র ভারতীয়, যিনি এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকছেন। খবর এনডিটিভির।
এর আগে আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ রোববার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন মোদি। তবে, কী কারণে তা স্পষ্ট না। যদিও দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, ৫৪৩ আসনের মধ্যে ২৪০টি পায় বিজেপি। তাই বিজেপিকে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে। সেই সঙ্গে জোটের মন্ত্রিত্বও ভাগাভাগি করতে হবে বিজেপিকে।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে আজ প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভার আর কেউ আজ শপথ গ্রহণ করবেন না।
এবার মন্ত্রিপরিষদে সদস্য ৭৮ থেকে ৮১ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রবিষয়ক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো থাকবে বিজেপির হাতে। এ ছাড়া শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে ইস্পাত, বেসামরিক বিমান চলাচল এবং খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রীদের।
সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যা ৪৫ মিনিট স্থায়ী হবে। নতুন মন্ত্রিসভায় যারা স্থান পাবেন আজ সকাল থেকে তাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগোযোগ করা হচ্ছে বলে জানা গেছে।