শনিবার শপথ নিচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ৮ জুন তার শপথ অনুষ্ঠান হবে। আগামী শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল। ৪০০ আসনে জয়ের যে লক্ষ্য ছিল তার ধারে কাছেও ঘেষতে পারেনি তারা। এমনকি বিজেপি এককভাবে ৩০০ আসনও পার করতে পারেনি।

৫৪৩ আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৭২টি আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এ সংখ্যা পার করেছে।

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট জয় পেয়েছে ২৩৫ আসনে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

পূর্ববর্তী নিবন্ধআবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান
পরবর্তী নিবন্ধচতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি