মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে ভূমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে পুরাতন মুকসুদপুর কাচারী বাড়ী তহশীল অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এই মেলায় গোবিন্দপুর,পশারগাতী ইউনিয়ন ভূমি অফিসের আওতায় সকল ভুমি মালিকদের জমির খাজনা ও দাখিলা কাটা হবে। এছাড়াও ভূমি মালিকদের ভূমির খাজনা পরিশোধের জন্য মাইকিং এর মাধ্যমে তাদের আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান নুর, পুরাতন মুকসুদপুর কাচারী বাড়ী তহশীলদার সাইফুল ইসলাম, সহকারী তহশীলদার প্রদীপ কুমারসহ স্থানীয় ভূমি মালিকগণ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান জানান, গোরিন্দপুর ইউনিয়ন এবং পশারগাতী ইউনিয়ন নিয়ে এই তহশীল এরিয়া। এখানকার এলাকাবাসীর উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। এ মেলায় ভুমি কর আদায় আশানুরুপ ভাল। আশা করছি সকল ভূমি মালিকগণ তাদের জমির খাজনা প্রদান করবেন।