স্পোর্টস ডেস্ক :লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুড বেলিংহাম। সেই সাফল্যের জোরে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে অভিষেক মৌসুমেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
গত রাতে কার্দেনা দ্বীপে গ্লোব সকার ইউরোপিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের পাশাপাশি লা লিগার বর্ষসেরার পুরস্কারও দেওয়া হয়। যেখানে বর্ষসেরা খেলোয়াড়, সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোল ও সেরা কোচের নাম ঘোষণা করা হয়।
বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বেলিংহাম রিয়ালের জার্সিতে গত মৌসুমে লিগে ২৮ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন। সেন্ট্রাল-মিডফিল্ডার হিসেবে যা রীতিমতো বিস্ময়কর পারফরম্যান্স। এছাড়া সতীর্থদের দিয়ে ৬টি গোলও করিয়েছেন এই ইংলিশ ফুটবল তারকা। এ নিয়ে টানা দ্বিতীয়বার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। এর আগের মৌসুমে তিনি জার্মান বুন্দেসলিগার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।
লা লিগার উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ১৬ বছর বয়সী ফুটবলার লামিনে ইয়ামান। গত মৌসুমে ৩৭ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল।
লা লিগার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জিরোনার মিখেল সানচেজ। তার অধীনে এবার স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছে জিরোনা। এমনকি একটা পর্যায়ে শিরোপার দাবিদার হিসেবেও আবির্ভূত হয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত তিনে থেকে মৌসুম শেষ করেছে ক্লাবটি। সেই সঙ্গে প্রথমবারের মতো নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগে খেলাও।
এছাড়া বর্ষসেরা গোলের পুরস্কার গেছে ওসাসুনার হেসুস আরেসোর ঝুলিতে।