গত পাঁচ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, গত পাঁচ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। কর্মরত ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। শূন্য পদ রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি।

তিনি বলেন, ‘২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে চাকরি দিয়েছি। এ সময়ে ৩৭তম বিসিএস এর এক হাজার ২৫০ জন, ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৭০০ জন, ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে ২ হাজার, ৩৮তম বিসিএসে ২ হাজার ১৫১ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ৩ হাজার ৯৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪০তম বিসিএসে এক হাজার ৯৩১ জনকে নিয়োগ করি। চলতি বছর ৪১তম বিসিএস থেকে পাই ২ হাজার ৪৫৮ জন।’

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইকোটেক অর্গানিক গার্ডেন এর মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধরেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শাবনূরের