অ্যান্টিগুয়া-বারবুডায় গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল রাষ্ট্রের (এসআইডিএস) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অ্যান্টিগুয়া ও বারবুডায় গেছেন।

শনিবার (২৫ মে) তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সেন্ট জনসে আগামী ২৭-৩০ মে ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ মহাসচিব অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়াকে এসআইডিএস সম্মেলনের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া এসআইডিএসর সিনিয়র প্রতিনিধি হিসেবে এ সম্মেলন আয়োজনের বিশেষ দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা।

প্রসঙ্গত, এসআইডিএস ৩৭টি জাতিসংঘের সদস্য দেশ এবং ১৮টি সহযোগী সদস্য নিয়ে গঠিত।

পূর্ববর্তী নিবন্ধ৬০ জন যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি 
পরবর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২