আন্তর্জাতিক ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
তিনবারের এমপি আনার ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। চিকিৎসার জন্য গত ১২ মে তিনি ভারতের কলকাতায় যান বলে নিকটজনদের জানিয়েছিলেন। সেদিন তিনি তার পুরোনো বন্ধু গোপাল বিশ্বাসের কলকাতার বরানগরের বাড়িতে ওঠেন।
১৩ মে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন এবং জানান বিকেলে ফিরে আসবেন। কিন্তু ওইদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তার মোবাইল ফোনও এরপর বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে হত্যা করা হয়।
সূত্রটি আরও জানিয়েছে, নিউ টাউনের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সি চালককে শনাক্ত করা হয়। আরও তথ্য জানার জন্য পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সদস্যরা সিসিটিভির বেশ কিছু ফুটেজ পেয়েছেন। যেগুলোতে দেখা যাচ্ছে, ওই একই ট্যাক্সিতে করে একাধিক ব্যক্তি নিউ টাউনের বাড়ি থেকে বের হচ্ছেন।
কোন নাম্বার থেকে ওই ট্যাক্সিটি ভাড়া করা হয় এবং যাদের বের হয়ে যেতে দেখা গেছে তাদের কোথায় নামিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে এখন এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী।
সূত্র: আইএএনএস