রিকি পন্টিংকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক : রাহুল দ্রাবিড় বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন। ভারতের নতুন কোচ কে হবেন, সেটি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। কদিন আগে শোনা গিয়েছিল, ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং জানালেন, তিনিও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। এমনকি কোচ হওয়ার ব্যাপারে তার আগ্রহও ছিল। কিন্তু ভারতের মতো একটি দলের হেড কোচ হলে যে সময় দেওয়া দরকার, সেটি দিতে পারবেন না তিনি।

ভারতের নতুন কোচ হিসেবে আবেদনের শেষ তারিখ আগামী ২৭ মে, আইপিএল ফাইনালের পরদিনই। এরই মধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য কোচের নাম সামনে চলে এসেছে। গৌতম গম্ভীর, রিকি পন্টিং ছাড়াও আলোচনায় আছেন স্টিভেন ফ্লেমিং এবং জাস্টিন ল্যাঙ্গার।

জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে পন্টিংয়ের। কিন্তু এখন তিনি বেশ ব্যস্ত। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার টেলিভিশনেও কাজ করেন। ফলে দীর্ঘ সময় কোনো দলের সঙ্গে কমিটমেন্টে যুক্ত হওয়া তার জন্য এই মুহূর্তে কঠিন।

আইসিসি রিভিউতে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমি এটা নিয়ে (কোচ হওয়া) অনেক রিপোর্ট দেখেছি। সাধারণত এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে আপনিই হয়তো জানবেন না। তবে আমার সঙ্গে আইপিএলে এটা নিয়ে আলোচনা হয়েছে। জানার জন্য যে আমি কতটা আগ্রহী।’

‘আমি জাতীয় দলের সিনিয়র কোচ হতে পছন্দ করব। তবে আমার জীবনে অন্য অনেক বিষয় আছে। বাড়িতেও আমি কিছু সময় দিতে চাই। সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএলে থাকতে পারবেন না। এটাও ভাবতে হয়।’

পন্টিং যোগ করেন, ‘এছাড়া জাতীয় দলের হেড কোচের চাকরি হলো বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। আমি যদি এটা করি, আমার লাইফস্টাইলের সঙ্গে মিলবে না। আমি যা করতে পছন্দ করি, তা করতে পারব না।’

তবে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানালেন, তার ছেলে ফ্লেচার চায় বাবা চাকরিটা করুক। পন্টিং বলেন, ‘আমার পরিবার এবং বাচ্চারা গত পাঁচ সপ্তাহ আইপিএলে কাটিয়েছে। তারা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলছিলাম-‘বাবা, আমি তো ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছি।’ সে বলল-‘এটা করো বাবা।’ আগামী কয়েক বছর আমরা এখানে থাকলে ভালোই লাগবে। তারা এখানটা এবং ভারতের ক্রিকেট সংস্কৃতি এতটাই পছন্দ করে ফেলেছে। তবে এই মুহূর্তে আমার লাইফস্টাইলের সঙ্গে এটা মিলবে না।’

পূর্ববর্তী নিবন্ধরাইসির মৃত্যু : রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ হবে: আয়াতুল্লাহ খামেনি