নিজস্ব প্রতিবেদক
জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র। এ চক্রের মূলহোতা ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (৩ মে) রাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
আজাদ রহমান জানান, জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে তা আত্মসাৎ করে একটি চক্র। ওই চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার (৪ মে) রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া।