এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

নিউজ ডেস্ক : চলতি এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। এলপিজি’র দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজই।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টায় এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনায় বুধবার দুপুর ২টায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এর আগে গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম।

পূর্ববর্তী নিবন্ধমিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের মডেলের অংশ নেওয়ার খবরটি ভুয়া
পরবর্তী নিবন্ধআরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে : শান্ত