মিরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামের এক বিহারি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই স্বপন জানান, মিরপুর পল্লবীর পুরান থানা এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দেন। সেখানে রাব্বি, শাহিন, লাভলী, আকাশ, সাইমনসহ আরও ১০/১২ জন তাদের ওপর হামলা চালায়। এতে রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাসেল বিহারি পল্লীতে কারচুপির কাজ করতেন। তারা মিরপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা। বাবার নাম শাহাদাত হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবন্তিকার আত্মহত্যা: জবির সহকারী প্রক্টর ও শিক্ষার্থী আটক
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ