মাঠে ইফতার করলেন মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে তপ্ত রোদে রোজা রেখেই ফিল্ডিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। ইফতারের সময় হয়ে এলে মাঠেই ইফতার করেন জাতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়।

ম্যাচে ইফতারের জন্য কোনো বিরতি ছিলো না। ইফতারের সময় ঘনিয়ে এলে মাঠের সাইড লাইনে ইফতার নিয়ে অপেক্ষা করছিলেন একজন ক্রিকেটার। ইফতারের সময় হলে সাইডলাইনের কাছে এসে ইফতার করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহর সঙ্গে ইফতারে শরিক হন মুশফিক ও অধিনায়ক শান্ত। তিনজনই খেজুর এবং পানি দ্বারা ইফতার সম্পন্ন করেন। এরপর তিনজনই আবার মাঠে নেমে যান।

ম্যাচে বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধজলদস্যুদের সঙ্গে সেকেন্ড পার্টির মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ৮৫২.৪ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের