ভর্তি বহাল রাখার দাবিতে ভিকারুননিসার সামনে ১৬৯ ছাত্রী ও অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন ১৬৯ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেখানে তাদের ভর্তি বহাল রাখার দাবি জানানো হয়।

সম্প্রতি আদালতের আদেশে ওই ছাত্রীদের ভর্তি বাতিল করা হয়।

রোববার (১০ মার্চ) সকালে বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখার সামনে সকাল ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব নির্দেশনা যথাযথ নিয়মে মেনে ভর্তির আবেদন করি। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ভর্তির অনুমতি দেয়। ভর্তি হয়ে বাচ্চারা ৬ মার্চ পর্যন্ত ক্লাসও করেছে। কিন্তু হঠাৎ করে আদালতের রায় আসে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করতে হবে।

তারা জানান, প্রতিষ্ঠান থেকেও কিছু না জানিয়ে হঠাৎ করেই ভর্তি বাতিল করে আমাদের জানানো হয়। এখন আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তাই আমরা চাই, আমাদের সন্তানদের ভর্তি বাতিল না করে বহাল রাখা হোক।

মানববন্ধনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘মাউশির ভুলের মাশুল আমরা কেন ভোগ করব’, ‘আমি আমার স্কুলে যেতে চাই’, ‘আমরা এখানেই পড়ব’, ‘আমাদের প্রিয় স্কুলে আমরা ফিরে যেতে চাই’ ইত্যাদি।

এ সময় তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, হাইকোর্টে এক রিটের সূত্র ধরে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ও ২০১৬ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১৫৯ জন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন ১৬৯ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেখানে তাদের ভর্তি বহাল রাখার দাবি জানানো হয়।

সম্প্রতি আদালতের আদেশে ওই ছাত্রীদের ভর্তি বাতিল করা হয়।

রোববার (১০ মার্চ) সকালে বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখার সামনে সকাল ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব নির্দেশনা যথাযথ নিয়মে মেনে ভর্তির আবেদন করি। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ভর্তির অনুমতি দেয়। ভর্তি হয়ে বাচ্চারা ৬ মার্চ পর্যন্ত ক্লাসও করেছে। কিন্তু হঠাৎ করে আদালতের রায় আসে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করতে হবে।

তারা জানান, প্রতিষ্ঠান থেকেও কিছু না জানিয়ে হঠাৎ করেই ভর্তি বাতিল করে আমাদের জানানো হয়। এখন আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তাই আমরা চাই, আমাদের সন্তানদের ভর্তি বাতিল না করে বহাল রাখা হোক।

মানববন্ধনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘মাউশির ভুলের মাশুল আমরা কেন ভোগ করব’, ‘আমি আমার স্কুলে যেতে চাই’, ‘আমরা এখানেই পড়ব’, ‘আমাদের প্রিয় স্কুলে আমরা ফিরে যেতে চাই’ ইত্যাদি।

এ সময় তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, হাইকোর্টে এক রিটের সূত্র ধরে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ও ২০১৬ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১৫৯ জন।

পূর্ববর্তী নিবন্ধধর্মঘটে যাবেন না, দাবি পূরণে কাজ করছি: কোয়াবকে তথ্য প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে আইনজীবীকে মারধর: ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে