মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরাপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিভা মন্ডল। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৭৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিপ্লব মজুমদার মটোরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬’শ ২৮ ভোট। ১হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিভা মন্ডল।
অন্য প্রতিদ্বন্দী প্রার্থী শেফালী রাণী হাওলাদার চশমা প্রতিকে পেয়েছেন ২হাজার ২৯ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে, বিকাল ৪টার সময় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ২শ ৪৫ জন, ভোটাধীকার প্রয়োগ করেছেন ১০ হাজার ৯’শ ৬৩ জন এবং বাতিল হয়েছে ৭৪ ভোট।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার জুয়েল আহম্মেদ জানান, সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়েনর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী বিভা মন্ডল ১হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।