আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড (৮৭) ছুটিতে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের কারণে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। অবশ্য তার সংক্রমণের ‘উন্নতি’ হচ্ছে।
নরওয়ের রয়্যাল হাউস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজা ল্যাংকাউই দ্বীপের এক হাসপাতালে ভর্তি। তিনি কখন দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর এএফপি’র।
রাজার ব্যক্তিগত চিকিৎসক ল্যাংকাউইতে আছেন। রাজার সংক্রমণের উন্নতি হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ায় রাজা হ্যারাল্ড উন্নত চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালে তাঁকে রাজকীয় মর্যাদায় যত্ন নেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, রাজা হাসপাতালের রাজকীয় স্যুটে অবস্থান করছেন।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও কুয়ালালামপুরে নরওয়েজিয়ান দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।