কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময় বাড়িয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) বাপন চন্দ্র দাসের সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ালো।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এনবিআরকে পাঠানো এক চিঠিতে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে জানিয়ে এ অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান
পরবর্তী নিবন্ধরমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা