গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১০ হাজারের রেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর আজম। এদিন তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড।

ক্রিস গেইলের রেকর্ড টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের কীর্তি গড়েছেন পাকিস্তানি এই তারকা।
ম্যাচটিতে আজ দারুণ এক ইনিংস খেলেন বাবর। ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭২ রান করেন তিনি। আর এই ম্যাচেই গড়েন দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড। ২৭১ ইনিংসে তিনি এই রেকর্ড নিজের করেন। দুইয়ে থাকা গেইল ২৮৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।

বিশ্বের ১৩তম ও পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন বাবর। এই তালিকায় ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে আছেন গেইল। ১৩ হাজার ১৫৯ রান নিয়ে দুইয়ে পাকিস্তানের শোয়েব মালিক।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বাঁধন