নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনে ৫২২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে তাদের আয় ২ কোটি ৬১ লাখ টাকা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টাক থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো চলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ। শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। মঙ্গলবার ৮১০টি ফরম বিক্রি হয়েছে।
নিয়ম অনুযায়ী এ সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের। দুটি বিরোধী দলের জন্য নির্ধারিত। ৪৮ আসনে মনোনয়ন দিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ফরম বিক্রি ও জমা নেওয়া হবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ এনআইডির ফটোকপি নিয়ে গিয়ে ফরম নিতে পারবেন।