এশিয়া কাপের অর্থ নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার বিরোধ

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টের অনেক আগেই ভারত সরকার ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন করতে হয় পিসিবিকে। পরে অবশ্য সফলভাবেই টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

ভার‍ত-পাকিস্তানের রেষারেষিতে এশিয়া কাপের আগে শঙ্কার মেঘ দেখা গেলেও টুর্নামেন্ট ভালোভাবেই আয়োজন করেছে পাকিস্তান। তবে টুর্নামেন্টের পাঁচ মাস পেরিয়ে গেলেও আর্থিক বিষয়াদি নিয়ে ঝামেলা রয়ে গেছে দুই বোর্ডের মধ্যে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ পিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এসএলসি সভাপতি শামি সিলভা দাবি করেন, এশিয়া কাপে হোটেল বিল এখনো পরিশোধ করেনি পিসিবি। বিষয়টি ভালোভাবে নেননি এসিসি সভাপতি জয় শাহ। তিনি শামি সিলভাকে সরাসরি পিসিবির সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন।

মূলত এককভাবে এশিয়া কাপ আয়োজনে ব্যর্থ হওয়ায় যাতায়াত ও হোটেল ভাড়া বাবদ বাড়তি কিছু খরচ পাকিস্তানকে চাপিয়ে দেয়া হয়। শুরুতে পিসিবি অস্বীকৃতি জানালেও পরে বিষয়টি মেনে নেয় তারা। কিন্তু এসিসি চার্টার্ড ফ্লাইট বুকিংয়ের দায়িত্ব ক্ল্যাসিক ট্রাভেল নামে শ্রীলঙ্কার এক কোম্পানিকে দিলে নতুন বিতর্ক শুরু হয়।

খেলোয়াড়দের যাতায়াতের জন্য চারটি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করা হয়। এর খরচ বাবদ পিসিবি আগেই ২ লাখ ৮১ হাজার ৭০০ ডলার দিয়ে রেখেছিল। শ্রীলঙ্কা ক্রিকেটকে ভেন্যু ভাড়া হিসেবে দেয়ার কথা ছিল ২০ লাখ ৬৯ হাজার ৮৮৫ ডলার। এর মধ্যে ৭৫ শতাংশ অর্থ টুর্নামেন্টের শুরুতেই দিয়েছিল পিসিবি। বাকি ২৫ শতাংশ দেয়ার কথা ছিল টুর্নামেন্ট শেষের পরপরই। তবে পাঁচ মাস পরেও অর্থ বুঝে পায়নি এসএলসি।

তবে দোষটা পুরোপুরি পাকিস্তানকেও দেয়া সম্ভব না। কারণ এশিয়া কাপের প্রাথমিক বাজেটে দলগুলোর অভ্যন্তরীণ যাতায়াতের ভাড়া এবং অতিরিক্ত হোটেল ভাড়ার কথা উল্লেখ ছিল না। টুর্নামেন্ট শেষের পর এই বাবদ এসিসির কাছে বাড়তি অর্থ দাবি করে পিসিবি। তবে তাদের সেই দাবি প্রত্যাখ্যান করে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এশিয়া কাপের আয়োজন-স্বত্ব বাবদ এসিসি পিসিবিকে ২৫ লাখ ডলার দিলেও সব মিলিয়ে তাদের খরচ হয়েছে ৪০ লাখ ডলারের মতো। পিসিবির সূত্র জানিয়েছে, এসিসি বাড়তি ১৫ লাখ ডলার দিতে রাজি না হাওয়ায় পিসিবিও এলএলসির বাকি পাওনা ঝুলিয়ে রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আমিরকে ফেরানোর ব্যাপারে কথা বলবেন শাহিন শাহ
পরবর্তী নিবন্ধগ্র্যামি পুরস্কারের মঞ্চ থেকে আটক হলেন গায়ক