স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক : মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তবে আমিরকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে তার সঙ্গে কথা বলবেন শাহিন শাহ আফ্রিদি।
চলতি আইএল টি-টোয়েন্টিতে ডেসার্ট ভাইপার্সের হয়ে খেলছেন আমির ও শাহিন। মূলত, একই দলে খেলার কারণে আমিরের আবার জাতীয় দলের ফেরার আলোচনা উঠেছে।
সম্প্রতি এক্সে শাহিনের সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজন করে সায়া কর্পোরেশন। সেখানেই আমিরের জাতীয় দলে ফেরার বিষয়টি জানতে চাওয়া হয়। তার জবাবে শাহিন আফ্রিদি বলেন, ‘আমি মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলব, জানতে চাইব তিনি আবারো পাকিস্তান দলে ফিরতে আগ্রহী কি-না। আমির ও আমি প্রায় পাঁচ বছর একসঙ্গে বল করছি। তার সঙ্গে বল করার অনুভূতি অসাধারণ, আমাদের জুটিও দুর্দান্ত।’
২০২০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান মোহাম্মদ আমির। কোচরা তার প্রতি অবিচার করেছে বলে দাবি করেন তিনি।
জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন আমির। চলতি আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই পেসার। সাত ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট।