ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন ও লক্ষ্য অর্জনে কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত । ৩১ জানুয়ারি, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম, মোঃ জুবায়ের আজম হেলালী ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের বিভিন্ন জোনের আরডিএস ও ইউপিডিএস নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে ফিরছেন শোয়েব মালিক
পরবর্তী নিবন্ধগণমাধ্যমে আরও পেশাদারত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী