এফবিসিসিআইর পোর্ট অ্যান্ড শিপিং কমিটির চেয়ারম্যান হলেন তরফদার রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশের বন্দর ও শিপিং সেক্টরে অগ্রণী ভূমিকা রাখা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন দুই বছর মেয়াদে ২০২৩-২৫ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইর প্রত্যাশা, তরফদার মো. রুহুল আমিন পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে তিন দশকের বেশি সময়ের বন্দর ও শিপিং সেক্টরের অভিজ্ঞতা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োগের মাধ্যমে বন্দর ও শিপিং সেক্টরে কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়া তরফদার মো. রুহুল আমিন তার নেতৃত্বে কমিটির সব সদস্য সম্মিলিতভাবে বন্দর ও শিপিং সেক্টরের চ্যালেঞ্জগুলোয় যথাযথভাবে চিহ্নিত করে সেসব মোকাবিলার জন্য আন্তরিকবাবে কাজ করে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফায় ব্যাপক উত্থান
পরবর্তী নিবন্ধকারসাজি করে দাম বাড়ালে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী