স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল দুর্দান্ত ঢাকা। ম্যাচটি মোসাদ্দেক হোসেনের দল ঢাকা জিতেছিল ৫ উইকেটে। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ম্যাচে আগে ফিল্ডিং নেওয়ার সুযোগ পাননি মোসাদ্দেক।
এই ম্যাচে টস হেরেছেন মোসাদ্দেক। চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমের সিদ্ধান্তে বাধ্য হয়ে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারলো না ঢাকা। ৮ উইকেটের বিনিময়ে শুভাগত হোমের দলকে ১৩৭ রানের নড়বড়ে লক্ষ্য দিয়েছে মোসাদ্দেকের দল।
সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই দুঃসংবাদ পায় ঢাকা। মাত্র ১ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান ওপেনার দানুস্কা গুনাথিলাকে। এরপর চার টপঅর্ডার ব্যাটারের কেউই রান পাননি।
দলকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার মূল কাজটি করেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লে। ৫২ বলে ৭৮ রানের জুটি করেন দুই ব্যাটার।
শেষ দিকে উসমান কাদিরের সঙ্গে ১৩ বলে ১৯ রানের জুটি করেন তাসকিন আহমেদ। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে দুর্দান্ত ঢাকা।