পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে নৌবাহিনীর ডুবুরি দল রজনীগন্ধা ফেরি উদ্ধারে যোগ দেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপাটুরিয়ায় ফেরিডুবি: জীবিত উদ্ধার ১০, নিখোঁজ ১
পরবর্তী নিবন্ধডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান প্রাণিসম্পদ মন্ত্রী