প্রধানমন্ত্রীর মুখ্যসচিব-বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বৈঠক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভূটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশে অস্থায়ীভাবে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও হোস্ট কমিউনিটির
জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে সেবা ও অবকাঠামো খাতে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এসময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ প্রণয়নের উদ্যোগ গ্রহণের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ নীতি প্রণয়নে বিশ্বব্যাংক সম্পৃক্ত হওয়ায় তাকে ধন্যবাদ জানান। তিনি ঢাকা ও বাংলাদেশের অন্যান্য নদীসমূহের রেস্টোরেশন-এর জন্য বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পসমূহে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। আব্দুলায়ে সেক বাংলাদেশে চলমান ও প্রস্তাবিত বিশ্ব ব্যাংকের প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সর্বাত্মক সহযোগতিা প্রদানে বিশ্বব্যাংকের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ বিষয়ে আব্দুলায়ে সেকের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের তিন সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি হলেন মুহিত
পরবর্তী নিবন্ধবেড়েছে মুরগির দাম, কমেছে আলু