সরিয়ে দেওয়া হলো ফরিদপুরের এসপিকে

জেলা প্রতিনিধি

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলি করা হয়। একইসঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুরের পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (২৪ ডিসেম্বর) ফরিদপুরের এসপি শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

ফরিদপুরের এসপি শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামের এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার নৌবাহিনীর জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা