আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বের ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ কাতারে ফেলেছে।
সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। বর্ধিত সংক্রমণ হারের কারণে ভ্যারিয়েন্টটিকে এখন বিশ্বজুড়ে জনস্বাস্থ্য সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জেন.১ সাব-ভ্যারিয়েন্টটি করোনাভাইরাসের সবচেয়ে সাম্প্রতিক রূপ বিএ ২.৮৬ থেকে উদ্ভূত হয়েছে। বিএ ২.৮৬ সাব-ভ্যারিয়েন্টটি আরেকটি ভ্যারিয়েন্ট ওমিক্রনের বংশধর। গত বছর সংক্রমণের শীর্ষে ছিল ওমিক্রন।
কাতারের ওয়েইল কর্নেল মেডিসিনের স্বাস্থ্যসেবা নীতি ও গবেষণার অধ্যাপক লাইথ আবু-রাদ্দাদ বলেন, ‘নতুন সাব-ভ্যারিয়েন্টটি তার পূর্বসূরীদের থেকে একটি বৃহত্তর জেনেটিক ভিন্নতা প্রদর্শন করে, যা ভাইরাসের চলমান বিবর্তনের ইঙ্গিত দেয়।’
যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য যেসব দেশে জেএন.১ ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে-ফ্রান্স, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য, সুইডেন ও ভারত।