নিজস্ব প্রতিবেদক:
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এ ছাড়া রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই দল।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, গণসংযোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, ভাগাভাগি ও ভাগাভাগি নির্বাচন সবাই বর্জন করুন। এই নির্বাচনে সরকারকে অসহযোগিতা করুণ। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে একতরফা নির্বাচন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে সবাই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।