সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, সকল জিএম হেডেড শাখা ও সকল জেনারেল ম্যানেজারস’ অফিস প্রধান, জেনারেল ম্যানেজারস’ অফিসের নিয়ন্ত্রণাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান, সকল শাখা প্রধান এবং ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ১১০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী