২ বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে দুই বছর পর দলে ফিরেছেন আন্দ্রে রাসেল।

মেরুন জার্সিতে সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন এই অলরাউন্ডার।
রাসেল ছাড়াও দলে ফিরেছেন শেরফান রাদারফোর্ড ও গুদাকেশ মোতি। নতুন মুখ ম্যাথু ফর্দে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তার পারফরম্যান্সেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাদ পড়েছেন জনসন চার্লস, ওবেড ম্যাককয়, ওডিন স্মিথ, ওশেন থমাস। অধিনায়ক রোভম্যান পাওয়েলের ডেপুটি হিসেবে রাখা হয়েছে শেই হোপকে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর ব্রিজটাউনে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ, রোস্টন চেইস, ম্যাথু ফর্দে, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

পূর্ববর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছেন অপূর্ব
পরবর্তী নিবন্ধ২ বাংলার তিন প্রতিষ্ঠানের ১ সিনেমা, নায়ক চঞ্চল চৌধুরী