বে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

এতে সারাদেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পেঁয়াজের দাম বেশি রাখায় ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এমন কার্যক্রম রোববারও অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধমানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি
পরবর্তী নিবন্ধআইসিইউতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন