নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ছয় মাসের অধিক সময় দায়িত্বরত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে থাকতে পারবেন না। প্রত্যেককে বদলি করতে হবে। এরই মধ্যে সব ধরনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
নির্দেশনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চেয়েছে ইসির নির্দেশনা অনুযায়ী বদলি হচ্ছেন কতজন ওসি। এরই মধ্যে বিভিন্ন ইউনিট থেকে বদলি হওয়ার মতো সংশ্লিষ্ট থানার ওসির তালিকা পাঠানো হচ্ছে পুলিশ সদর দপ্তরে।
পুলিশ সদর দপ্তর ও নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সারাদেশে থানার সংখ্যা ৬৩৬টি। এর মধ্যে মেট্রোপলিটনসহ পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন। মেট্রোপলিটন পুলিশের থানা ও রেঞ্জ পুলিশসহ অন্যান্য অধীন ৫০০ থানার ওসিকে বদলি করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বলেন, ‘কেএমপির মধ্যে আটটি থানা। এর মধ্যে ইসির নির্দেশনা অনুযায়ী, চারটি থানার ওসিকে বদলির প্রস্তাবনা পাঠানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার মো. রাশিদুল হাসান জাগো নিউজকে বলেন, ‘আরএমপিতে ১২টি থানা। এর মধ্যে ছয়টি থানার ওসি নির্বাচন কমিশনারের বদলির আওতায় পড়ছেন।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ৫০ থানার মধ্যে অন্তত ৩৩টি থানার ওসি বদলি হচ্ছেন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু-একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না।