১ দিন পরই সালমানকে পরামর্শকের পদ থেকে সরালো পিসিবি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে একের পর এক বিতর্ক চলছেই। গত শুক্রবার পাকিস্তান ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর জন্য তিন সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে নাম রাখা হয়েছে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সালমান বাটকে।

ফিক্সিংয়ে জড়ানোর কারণে ৫ বছর নিষিদ্ধ থাকা ক্রিকেটারকে কিভাবে নির্বাচকদের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেটে। শুরু হয়েছে নানামুখী সমালোচনা। এমনটি যদি সালমানকে সরানো না হয়, তাহলে পিসিবি থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন অনেকে।

অবশেষে গতকাল শনিবার পরামর্শক কমিটি থেকে সালমানের নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রধান নির্বাচক ওহাব রিয়াজ। ফিক্সিং ছাড়াও অভিযোগ উঠেছে, সালমান সম্পর্কে ওহাবের ঘনিষ্ঠ বন্ধু।

সালমানকে সরালেও তার জায়গায় কাকে নিয়োগ করা হবে, সেটি এখনো নিশ্চিত করেননি ওহাব। তবে ধারণা করা হচ্ছে, সাবেক ক্রিকেটার আসাদ শফিককে এই পদে নিয়োগ করা হতে পারে।

বিতর্ক শুধু এখানেই শেষ নয়। বলা হচ্ছে, ওহাব পাঞ্জাব প্রাদেশিক সরকারের বর্তমান মন্ত্রী হওয়ার কারণে তিন পরামর্শককেই তার নিজস্ব প্রদেশ থেকে নিয়োগ করেছেন। তিন সদস্যের কমিটিতে থাকা কামরান আকমল, ইফতিখার আনজুম ও সালমান বাট সবাই পাঞ্জাবের অধিবাসী। যে কারণে ওহাবের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, সেই দলটি বেছে নেওয়াই হবে এই পরামর্শদাতাদের প্রথম কাজ। নির্বাচনের কাজে যুক্ত না থাকার সময়ে তারা স্কিল ক্যাম্প আয়োজনে সাহায্য করবেন।

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে সালমান বাটকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় আইসিসির পক্ষ থেকে। হেডিংলিতে পাকিস্তান এবং ইংল্যান্ড ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক।

ওই ম্যাচে মোহাম্মদ আমির ইচ্ছাকৃতভাবে একটি নো বল করেছিলেন। সেটি তদন্তকারীদের নজরে এসে যায়। তদন্তের পর বাট, আসিফ এবং আমির দোষী প্রমাণিত হন। ২০১৬ সালে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেন সালমান। কিন্তু জাতীয় দলে আর কখনও নেওয়া হয়নি তাকে।

কিন্তু মোহাম্মদ আমির নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ওঠার পরও পাকিস্তান দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ঘরোয়া প্রতিযোগিতায় ধারাভাষ্যের অনুমতি দেয়। এখন তিনি জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘পদাতিক’ এবার কেরালা উৎসবে
পরবর্তী নিবন্ধ১ম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ